ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ধোনির ধীর ব্যাটিংয়ে হতাশ শচীন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
ধোনির ধীর ব্যাটিংয়ে হতাশ শচীন ছবি:সংগৃহীত

আফগানিস্তানের মতো দুর্বল দলের বিপক্ষে বিশ্বকাপে কষ্টার্জিত জয় পেয়েছে ভারত। সাউদাম্পটনের রোজ বোলে মাত্র ১১ রানের জয় নিয় মাঠ ছাড়ে বিরাট কোহলি বাহিনী। তবে দলের এমন জয়ে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দুষছেন দেশটির কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দায়ী করে শচীন মূলত মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের দিকে আঙুল তুলেছেন। যেখানে আফগান স্পিনারদের বিপক্ষে নিজেদের স্বভাবসুলভ ব্যাটিং করতে পারেননি তারা।

শচীন বলেন, ‘আমি খুবই হতাশ, এটা আরও ভালো হতে পারতো। আমি কেদার ও ধোনির জুটিতেও খুশি নই, তারা খুবই ধীর গতির ছিল। আমরা ৩৪ ওভার স্পিন বল খেলে মাত্র ১১৯ রান তুলতে পেরেছি। এই অবস্থায় আমরা সেরা জায়গায় ছিলাম না। এখানে ইতিবাচক কিছুই ছিল না। ’

‘ওভারে দুই থেকে তিনটি বল ডট ছিল। বিরাট ৩০ ওভারে আউট হওয়ার পর ৪৫ ওভার পর্যন্ত আমরা তেমন রান তুলতে পারিনি। এ সময় মিডলঅর্ডার ভালো করতে না পারায় আমরা চাপে ছিলাম। ’

শনিবার (জুন ২২) পঞ্চম উইকেট জুটিতে ধোনি ও যাদব মিলে ৫৭ রান তোলেন। যেখানে তারা মোকাবিলা করেছেন ৮৪ বল। এ সময় ধোনি ৩৬ বল থেকে ২৪ ও যাদব ৪৮ বল থেকে ৩১ রান করেন।

নির্ধারিত ৫০ ওভার শেষে ভারত ৮ উইকেট হারিয়ে ২২৪ রান তুলতে পারে। যেখানে দলীয় সর্বোচ্চ ৬৭ রান আসে কোহলির ব্যাট থেকে। যদিও মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ’র দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ১১ রানের জয় পায় টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ